logo ২৯ এপ্রিল ২০২৫
চিরনিদ্রায় সাংবাদিক আতিকুল আলম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ জুলাই, ২০১৫ ২০:৫৩:২৩
image

ঢাকা: প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য আতিকুল আলমকে রাজধানীর বনানী গোরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে।


বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ওই গোরস্থানে মেয়ের কবরে চিরসমাহিত করা হয়।


এর আগে বিকাল ৫টা ৪০ মিনিটে আতিকুল আলমের বড় মগবাজারের কাজীর লেনের বাসার সামনে তার দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে আতিকুল আলমের মরদেহ বনানী গোরস্থানের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।


আতিকুল আলমকে দাফনের সময় সেখানে উপস্থিত ছিলেন তার একমাত্র ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে শওকত শামীম, ছোট ভাই কর্নেল (অব.) নজমুল আলম, জামাতা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক উপাচার্য ড. মোসলেম উদ্দিন তারেকসহ স্বজনরা।


ঈদ উদযাপনে বগুড়ার শ্বশুরালয় অবস্থানকালে গত ২০ জুলাই দুপুরে ইন্তেকাল করেন আতিকুল আলম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।


আতিকুল আলম ১৯৩৪ সালের ১৪ জুন পাবনা জেলার ফরিদপুর থানার বনওয়ারী নগরের হাশিমাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন মরহুম কবি আবুল হাশিম। তার বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন শুরু চট্টগ্রামের ইস্টার্ন এক্সামিনার পত্রিকার মাধ্যমে। এরপর তিনি ডেইলি ইউনিটি, পাকিস্তান টাইমসের ঢাকা ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পরে তিনি রয়টার্স ঢাকার প্রতিষ্ঠাতা ব্যুরো চিফ হিসেবে এবং বিবিসির ঢাকা ব্যুরো চিফের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাংলা পত্রিকা দৈনিক অর্থনীতি প্রতিদিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সাপ্তাহিক হলিডে, ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউন পত্রিকায় স্বনামে ও বেনামে বহু প্রতিবেদন লিখেছেন।


(ঢাকাটাইমস/২২জুলাই/জেবি)