logo ২৯ এপ্রিল ২০২৫
মিয়ানমারের দুই সাংবাদিককে জরিমানা
ঢাকাটাইমস ডেস্ক
২২ জুলাই, ২০১৫ ১৩:৫০:৫৯
image

ঢাকা: মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনকে সমালোচনা করে একটি সাক্ষাৎকার ছাপানোর অভিযোগে দুই সাংবাদিককে পৃথকভাবে ১০ লাখ কিয়াত (৮০০ মার্কিন ডলার) জরিমানা করেছে দেশটির একটি আদালত।


বিবিসি বলছে, সংবাদপত্র মিয়ানমার হেরাল্ডের অপর নয়কর্মীকে প্রেসিডেন্টকে অবমাননার এই মামলা থেকে মঙ্গলবার খালাস দেওয়া হয়েছে।


২০১৪ সালের নভেম্বরে দেশটির তথ্য মন্ত্রণালয় ওই সাংবাদিকদের বিরুদ্ধে প্রেসিডেন্টকে অবমাননার অভিযোগে মামলা করেছিল।


অধিকার গোষ্ঠীগুলো বলছে, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে এটি গণমাধ্যমকে ভয় দেখানোর একটি পদক্ষেপ।


মিয়ানমারের নতুন গণমাধ্যম আইনের আওতায় পত্রিকাটির সাবেক প্রধান সম্পাদক কেয়াও স উইন এবং উপ-প্রধান সম্পাদক আন্ট খাউঙ্গ মিনকে এই সর্বোচ্চ আর্থিক দণ্ড দেয়া হয়।


এই দণ্ডের ব্যাপারে আন্ট খাউঙ্গ মিন এপি সংবাদ সংস্থাকে টেলিফোনে বলেন, “গণমাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে হয়রানি বাড়ছে, এ কারণে আমাদের সতর্ক হতে হবে। তবে এ ধরনের নিপীড়নে আমরা ভীত নই।”


তিনি আরো বলেন, “আমরা আমাদের দায়িত্ব পালন করে যাবো।”


(ঢাকাটাইমস/২২জুলাই/জেবি)