ঢাকাটাইমসের কক্সবাজার প্রতিনিধির মাতৃবিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ জুলাই, ২০১৫ ২২:৪০:২৮
কক্সবাজার: অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের কক্সবাজার প্রতিনিধি বলরাম দাশ অনুপমের মা মীরা দাস মারা গেছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।মীরা দাশ অনেকদিন ধরে ডায়াবেটিস ও পেটের পীড়ায় ভুগছিলেন।
বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তির ৫ মিনিট পর তার মৃত্যু হয়।
মীরা দাসের স্বামীর নাম গোপাল দাস। তিনি ঢাকাটাইমসের কক্সবাজার প্রতিনিধি বলরাম দাশের মা।
আগামীকাল কক্সবাজার শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
(ঢাকাটাইমস/২২জুলাই/এমআর)