বিক্রি হয়ে গেল ফিন্যান্সিয়াল টাইমস
ঢাকাটাইমস ডেস্ক
২৪ জুলাই, ২০১৫ ১৩:৫৭:৩২

ঢাকা: যুক্তরাজ্যের বিখ্যাত ব্যবসা-বাণিজ্যবিষয়ক দৈনিক পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমস বিক্রি হয়ে গেছে। এটি কিনছে জাপানের আরেক বড় গণমাধ্যম প্রতিষ্ঠান নিকেই। খবর রয়টার্সের।
পিয়ারসনের কাছ থেকে ১৩০ কোটি ডলারে ঐতিহ্যবাহী পত্রিকাটি কিনতে রাজি হয়েছে নিকেই। ১৭১ বছরের পুরোনো ব্রিটিশ প্রতিষ্ঠান পিয়ারসন শিক্ষা খাতে বেশি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে পত্রিকাটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এক বিবৃতিতে ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) গ্রুপ নিশ্চিত করেছে, এর দাম পড়েছে ৮৪৪ মিলিয়ন পাউন্ড (এক হাজার ৩১০ মিলিয়ন ডলার)।
পিয়ারসনের প্রধান নির্বাহী জন ফ্যালন বলেন, ‘৬০ বছর ধরে পিয়ারসন এফটির গর্বিত স্বত্বাধিকারী। তবে আমরা মিডিয়ায় একটি ক্ষতির মুহূর্তে এসে পড়েছি।’ তিনি বলেন, ‘এই নতুন পরিবেশে, এফটির সাংবাদিকতা ও বাণিজ্যিক সাফল্য নিশ্চিত করতে সবচেয়ে ভালো হলো এটাকে একটি বৈশ্বিক, ডিজিটাল কোম্পানি হিসেবে গড়ে তোলা।’
ফিন্যান্সিয়াল টাইমস গ্রুপের প্রকাশনার মধ্যে ‘পিংক’, ‘আন’ রয়েছে। এ ছাড়া ব্যবসায় প্রকাশনার মধ্যে আছে ইনভেস্টরস ক্রনিকল, দ্য ব্যাংকার, ম্যানডেটওয়্যার, মানি-মিডিয়া ও মডেলি গ্লোবাল অ্যাডভাইজরস।
বই প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউসের একটি বৃহৎ অংশের মালিক পিয়ারসন। দীর্ঘদিন ধরেই তারা সংবাদপত্রটি বিক্রি করে দেওয়ার চিন্তা করছিল।
গত বছর রাজস্ব আয়ের ৯০ শতাংশ এসেছিল বই প্রকাশনা ব্যবসা থেকে। জানা গেছে, মোট মুনাফার ১২ দশমিক ৫ শতাংশ কমে গেছে।
ফিন্যান্সিয়াল ছাপা সংস্করণ চালু হয় ১৮৮৮ সালে। বর্তমানে এর প্রিন্স ও ডিজিটাল প্রচারসংখ্যা ছিল সাত লাখ ২০ হাজার। তবে ৭০ শতাংশ পাঠকই আসত ওয়েবসাইট থেকে। ২০১২ সালে সংবাদপত্রটির ডিজিটাল প্রচার প্রিন্স প্রচারসংখ্যাকে ছাড়িয়ে যায়। এর মধ্যে ট্যাবলেট ও স্মার্টফোন থেকেই অর্ধেক পাঠক পাওয়া যেত।
(ঢাকাটাইমস/২৪জুলাই/জেবি)