logo ২৯ এপ্রিল ২০২৫
ছিনতাইকারীর কবলে সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জুলাই, ২০১৫ ১৬:৩৬:৩৮
image

ঢাকা: অনলাইন নিউজপোর্টাল বাংলামেইলের স্টাফ করেসপন্ডেন্ট আমিনুল ইসলাম মল্লিককে হাঁতুড়ি দিয়ে পিটিয়ে তার ল্যাপটপ, মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। রবিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ১৭১৬।


আমিনুল ইসলাম জানান, সাড়ে ৮টার দিকে তিনি অফিস থেকে বাসায় যাওয়ার উদ্দেশে বের হন। কাকরাইলে মোড়ে দাঁড়িয়ে তিনি বেশ কিছুক্ষণ বাসের জন্য অপেক্ষা করেন। বাস না পেয়ে পরে একটি মাইক্রোবাসে ওঠেন তিনি। মাইক্রোবাসে ওঠার পরপরই ছিনতাইকারীরা তার চোখে মরিচের গুঁড়া দিয়ে দেন এবং পায়ে হাঁতুড়ি দিয়ে আঘাত করেন। এরপর তার সঙ্গে থাকা ল্যাপটপ, স্যামসাং মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেন। মানিব্যাগে প্রায় আড়াই হাজার টাকা ছিল।


সবকিছু ছিনিয়ে নিয়ে মৎস্য ভবনের সামনে তাকে গাড়ি থেকে ফেলে দেন ছিনতাইকারীরা।


(ঢাকাটাইমস/২৭জুলাই/জেবি)