এটিএন বাংলায় ফিরেছেন বুলবুল ও জ ই মামুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ আগস্ট, ২০১৫ ১৯:১৮:৪৫
ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় ফিরেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল এবং জ. ই. মামুন।
মঞ্জুরুল আহসান বুলবুল এডিটর ইন চিফ এবং জ ই মামুন চিফ এক্সিকিউটিভ এডিটর হিসেবে দায়িত্ব পালন করবেন। রবিবার আনুষ্ঠানিকভাবে এটিএন বাংলা’র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান তাদের কর্মস্থলে বরণ করে নেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে মঞ্জুরুল আহসান বুলবুল ও জ. ই. মামুন আগেও এটিএন বাংলা’র বার্তা বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এটিএন বাংলার পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।
(ঢাকাটাইমস/২আগস্ট/এমএম)