তথ্য মন্ত্রণালয়ের অনুদান পেলেন নেত্রকোনার দুই সাংবাদিক
নেত্রকোনা প্রতিনিধি, ঢাকাটাইমস
৩১ জুলাই, ২০১৫ ১৬:৪২:০০
নেত্রকোনা: তথ্য মন্ত্রণালয়ের দেওয়া অনুদান পেয়েছেন নেত্রকোনার দুই প্রবীণ সাংবাদিক। তারা হলেন, কবি আল আজাদ ও কোহিনূর ইসলাম।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নেত্রকোনা প্রেসক্লাবের আয়োজনে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব মিলনায়তনে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন আকঞ্জির সভাপতিত্বে ও এম মুখলেছুর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী ও জাসদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মো. মুখলেছুর রহমান মুক্তাদির।
এদিকে, অনুষ্ঠানের প্রধান অতিথি আরিফ খান জয় তার নিজস্ব তহবিল থেকে ওই দুই সাংবাদিককে ২৫ হাজার করে আরো ৫০ হাজার টাকা অনুদানের চেক দেন।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক একেএম আব্দুল্লাহ, আলপনা বেগম, সৌমিন খেলনসহ সব প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
(ঢাকাটাইমস/৩১জুলাই/জেবি)