logo ২৯ এপ্রিল ২০২৫
প্রবীণ সাংবাদিক মেজবাহুল আরেফিনের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ আগস্ট, ২০১৫ ১৩:৫৬:৪৫
image

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ফিনান্সিয়াল এক্সপ্রেসের সাবেক সিনিয়র সাব-এডিটর দেওয়ান মেজবাহুল আরেফিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।


আজ রবিবার ভোর পাঁচটায় কলাবাগান নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী  রেখে গেছেন।


পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আসর কলাবাগান লেক সার্কাস মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।


দেওয়ান মেজবাহুল আরেফিনের মৃত্যুতে জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটি শোক প্রকাশ করেছে। ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক শোকবার্তায় দেওয়ান মেজবাহুল আরেফিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন।


(ঢাকাটাইমস/২জুলাই/জেবি)