logo ২৯ এপ্রিল ২০২৫
প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ আগস্ট, ২০১৫ ১৫:২৮:০০
image

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ মেয়াদে গঠিত নতুন নির্বাহী কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।


আজ বৃহস্পতিবার বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদারের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।


এর আগে জাতীয় প্রেসক্লাবের বিষয়ে ঢাকা জজ কোর্টের দেয়া এক আদেশের বিরুদ্ধে হাইকোর্ট রিভিশন করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।


প্রেসক্লাবের ২০১৪-১৫ মেয়াদের সাধারণ সম্পাদক আবদাল আহমেদ রিভিশনটি দায়ের করেছিলেন।


আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি এ জে মোহাম্মদ আলী।


এদিকে গত ১০ জুন জাতীয় প্রেসক্লাবের নতুন কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না- সে মর্মে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।


মামলার অভিযোগে বলা হয়, ১ থেকে ৭ নম্বর বিবাদীদের নেতৃত্বে তথাকথিত ২০১৫-১৬ মেয়াদে কমিটি ঘোষণা করে নিজেদের প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য দাবি করে জাতীয় প্রেসক্লাবে ২৮ মে অনুষ্ঠিত তথাকথিত দ্বিবার্ষিক সাধারণ সভায় ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


(ঢাকাটাইমস/৬আগস্ট/জেবি)