logo ২৮ এপ্রিল ২০২৫
বঙ্গবন্ধুর সমাধিতে সাংবাদিক নেতাদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ আগস্ট, ২০১৫ ২০:৪৩:৩০
image

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন বিএফইউজে, ডিইউজে, জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।


আজ শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর নেতৃত্বে নেতারা টুঙ্গিপাড়াস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।


এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বিএফইউজে সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, বাসস সাবেক প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভুইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ডিইউজে সভাপতি আলতাফ মাহমুদ, সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, ডিইউজে সাবেক সভাপতি ওমর ফারুক, সাবেক সম্পাদক শাবান মাহমুদ, বিএফইউজে কোষাধ্যক্ষ খায়রুজ্জমান কামাল ও নির্বাহী কমিটির সদস্য মধুসুদন মন্ডল, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


এসময় জেলার সাংবাদিক নেতাদের সঙ্গে জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার এমরান হোসেন উপস্থিত ছিলেন।


(ঢাকাটাইমস/৭আগস্ট/জেবি)