এইচএসসিতে উত্তীর্ণদের বৃত্তি দেবে ডিআরইউ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ আগস্ট, ২০১৫ ১৯:২১:৩১
ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) যেসব সদস্যের সন্তান ২০১৫ সালে উচ্চ মাধ্যমিকে (এইচএসসি) উত্তীর্ণ হয়েছে তাদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।
সোমবার ডিআরইউর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছরের মতো এবারও ডিআরইউর যেসব সদস্যের সন্তান এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ লাভ করেছে তাদের বিশেষ সংবর্ধনা ও বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য আগামী ১৭ আগস্টের মধ্যে উত্তীর্ণদের ট্রান্সক্রিপ্ট বা সার্টিফিকেটের ফটোকপি ডিআরইউ কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে। একই সঙ্গে এ বছর যে সব সদস্যের সন্তান এসএসসিতেও উত্তীর্ণ হয়েছে তাদেরও একই সময়ের মধ্যে নিবন্ধনের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে।
বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের সূচি পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানে সার্বিক সহয়োগিতা করেন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আরিফুর রহমান।
(ঢাকাটাইমস/১০আগস্ট/এইচআর/জেবি)