ঈদ অনুষ্ঠান প্রচারে টিআরপির শীর্ষে আরটিভি
ঢাকাটইমস ডেস্ক
০৯ আগস্ট, ২০১৫ ১৩:১৪:৪৪

ঢাকা: এবারের ঈদ অনুষ্ঠান প্রচারে দর্শক জরিপে (টেলিভিশন রেটিং বা টিআরপি) প্রথম স্থানে রয়েছে আরটিভি। ঈদুল ফিতরে সপ্তাহব্যাপী ঈদ আয়োজনে প্রায় ২৬টির অধিক চ্যানেল অনুষ্ঠান আয়োজন করে। বিভিন্ন চ্যানেলে প্রচারিত অনুষ্ঠানমালার মধ্যে প্রথম স্থানে আরটিভি, দ্বিতীয় স্থানে গাজী টিভি এবং তৃতীয় স্থানে রয়েছে বিটিভি।
আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব ঢাকা টাইমসকে বলেন, ‘চেষ্টা ছিলো দর্শকের চাহিদার কথা। তাদের চাওয়াটাকে প্রাধান্য দিয়ে এবার ঈদ অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছিলো কয়েক মাস আগেই। সেটার সাফল্যও পেলাম। আশা করি এ চেষ্টা অব্যাহত রাখতে পারবো। এ জন্য সবার আগে ধন্যবাদ জানাই প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রেহমানকে। এছাড়া আমার অফিস সহকর্মীদের যারা আমার সঙ্গে অক্লান্ত পরিশ্রম করেছেন। সেই সঙ্গে আমাদের সাংবাদিক বন্ধুদের পাশাপাশি নির্মাতা, শিল্পী, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা এবং ক্যাবল অপারেটদেরও ধন্যবাদ জানাতে চাই।’
উল্লেখ্য, নাটক, ম্যাগাজিন, অনুষ্ঠান, চলচ্চিত্র এবং নিউজ এর মধ্যে টিআরপিতে সেরা ২৫টির মধ্যে ১২টি অনুষ্ঠানের জায়গা করে নিয়েছে আরটিভির নাটক জমজ-৩, ইয়ার আলীর নতুন বউ, ফরমাল ইন অ্যাকশন, সানডাউন, টিনটিন ইত্যাদি।
(ঢাকাটাইমস/৯আগস্ট/এসকে/জেএস)