স্তন্যপানকে অস্বস্তিকর বলায় বিবিসি সাংবাদিক বরখাস্ত
ঢাকাটাইমস ডেস্ক
১৬ আগস্ট, ২০১৫ ১৪:০৩:২৬

ঢাকা: স্তন্যপানকে অস্বস্তিকর বলে মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত হয়েছেন বিবিসি রেডিওর সংবাদ উপস্থাপক ডি জে এলেক্স ডাইক।
স্তন্যপানকে “অপ্রাকৃতিক” দাবি করে গত বুধবার বিবিসি রেডিওর এক অনুষ্ঠানে এলেক্স ডাইক স্তন্যপান বন্ধের দাবি জানান। তার এ বক্তব্যটি শ্রোতাদের মধ্যে স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠে। তার বক্তব্যকে বিরক্তিকর এবং সেকেলে বলে শ্রোতারা অনলাইনে প্রতিক্রিয়া দেখিয়েছে।
শুধু তাই নয় অন্যান্য গণমাধ্যমগুলোকেও এই বক্তব্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে শ্রোতারা।
৫৩ বছর বয়সী এই রেডিও উপস্থাপক বলেন, মা কি তার সন্তানকে ঘরে বসে স্তন্যপান করাতে পারে না? রুচিশীল মায়েরা জনসম্মুখে স্তন্যপান করান না। কারণ, তারা নিজেদের ভাবমূর্তি সম্পর্কে সচেতন।
তিনি আরও বলেন, বিশেষ করে কর্মজীবী নারীরা এই অস্বস্তিকর কাজটি করে থাকেন। স্তন্যপান একটি অস্বাভাবিক বিষয়, যা গোপনীয়তার সঙ্গে করা উচিত। আদিম যুগে প্রকাশ্যে স্তন্যপান স্বাভাবিক ছিল। কিন্তু আজকের দিনে এটি উদ্ভট।
ব্রিস্টলের এক নারী লিসা মিলস, এ বক্তব্যের প্রতিবাদে বলেন, “কী নির্বোধ ব্যক্তি! কেন আমরা আমাদের সন্তানদের স্তন্যপান থেকে বঞ্চিত করবো?”
আরেক নারী এমিলি গ্রিনউড বলেন, “স্তন্যপান বন্ধ করার বিষয়টি বিরক্তিকর, যার কোনো ভিত্তি নেই।”
নারীদের পাশাপাশি পুরুষরাও এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
শুধু ডাইক নন, এর আগেও অনেকে স্তন্যপানের বিরোধিতা করেছেন। গত বছর রানি মাইকেল অব ক্যান্ট একইভাবে বলেছিলেন- স্তন্যপান একটি ভয়ঙ্কর অভ্যাস এবং এ কাজ থেকে নারীদের বিরত থাকা উচিত।
সম্প্রতি একজন নারী উকিল একই উদ্দেশে কাজের মধ্যে বিরতি চাইলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিরক্তি প্রকাশ করেন।
আশার কথা হলো, এখনও জনপ্রিয় অনেক তারকা স্তন্যপান সমর্থন করেন। এমনকি ডিউকের পত্নীরা পর্যন্ত স্তন্যপান করান এবং বিষয়টিকে জোরালোভাবে সমর্থন করেন।
(ঢাকাটাইমস/১৬আগস্ট/এফআর/জেবি)