logo ২৮ এপ্রিল ২০২৫
প্রবীর শিকদারকে নিয়ে গেছে ডিবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ আগস্ট, ২০১৫ ২৩:৪১:২৪
image

ঢাকা:  একটি অনলাইন পত্রিকার সাংবাদিক প্রবীর শিকদারকে গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।


এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, প্রবীর শিকদার সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে নিজের নিরাপত্তাহীনতার কথা প্রকাশ করেছেন।


তিনি লিখেছেন, তিনি পুলিশের কাছে গিয়ে নিরাপত্তা পাননি। তিনি জনতার আদালতে বিচার দিয়েছেন। তাঁর কিছু হলে দুই তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি দায়ী থাকবেন বলেও তিনি জানান। এ সব বিষয়ে শোনার জন্য তাকে নিয়ে আসা হয়েছে।


প্রবীর শিকদারের স্ত্রী অনিতা শিকদার অভিযোগ করেন, আজ সন্ধ্যা পৌনে সাতটার দিকে তেজগাঁওয়ের ইন্দিরা রোডের প্রবীর শিকদারের অনলাইন পত্রিকার কার্যালয়ে শেরে বাংলা নগর থানার একদল পুলিশ আসে। তাঁরা প্রবীরকে থানায় যেতে হবে বলে জানান। কী কারণে থানায় যেতে হবে জানতে চাইলে পুলিশের দলটি প্রবীর শিকদারকে জানায়, তিনি মুসা বিন শমসেরের বিরুদ্ধে শেরে বাংলা নগর থানায় যে সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন সে বিষয়ে পুলিশ কথা বলবে।


(ঢাকাটাইমস/১৬আগস্ট/এমএম)