logo ২৮ এপ্রিল ২০২৫
সদস্য নির্বাচনে জাতীয় প্রেসক্লাবে আরও ৭৯৫ মনোনীত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ আগস্ট, ২০১৫ ১১:১৪:১৯
image

ঢাকা: ১০১ জনকে সদস্য দেয়ার পর নতুন করে ৭৯৫ জনকে মনোনয়ন দিয়েছে জাতীয় প্রেস ক্লাব। গতকাল সোমবার রাত সোয়া ১১টার দিকে ক্লাবের নোটিস বোর্ডে এই তালিক টাঙানো হয়।


প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সদস্য নির্বাচনের জন্য মনোনয়ন দেয়া হয়।


৯ আগস্ট ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মনোনয়ন পাওয়া কারোর ব্যাপারে জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের কোনো বক্তব্য থাকলে তা আগামী ১০ দিনের মধ্যে লিখিতভাবে সাধারণ সম্পাদক বরাবর জানাতে হবে।


এর আগে ৭ আগস্ট প্রথম দফায় জাতীয় প্রেস ক্লাবের ১০১ জন সদস্য নির্বাচিত করা হয়।


ঢাকাটাইমস/১১আগস্ট/এআর