logo ২৮ এপ্রিল ২০২৫
টিআই পুরস্কারে ভূষিত বাংলাদেশি দুই ফটোসাংবাদিক
ঢাকাটাইমস ডেস্ক
১৯ আগস্ট, ২০১৫ ০০:০৭:১০
image

ঢাকা: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় বাংলাদেশের দুই তরুণ ফটোসাংবাদিক পুরস্কৃত হয়েছেন।


আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘অ্যাসোসিয়েটেড প্রেস’র (এপি) ফটোসাংবাদিক এ এম আহাদ প্রথম স্থান অর্জন করেছেন এবং জাতীয় দৈনিক ‘নিউ এইজ’র জুনিয়র ফটোসাংবাদিক সনি রামানি রানারআপ হয়েছেন।


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পক্ষ থেকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতির নেতিবাচক প্রভাবকে তুলে ধরার লক্ষ্যে ‘ক্যাপচার করাপশন’ শিরোনামে আয়োজিত এ প্রতিযোগিতায় এ বছর দেড় হাজারের অধিক আলোকচিত্র জমা পড়ে, যার মধ্য থেকে ঢাকার একটি প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় ঝুঁকিপূর্ণ পরিবেশে কর্মরত শিশুদের চিত্র তুলে ধরায় এ এম আহাদের আলোকচিত্রটি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে এবং স্থানীয় রাজনৈতিক নেতা কর্তৃক স্কুল দখলের কারণে শিক্ষার্থীদের অস্বাস্থ্যকর পরিবেশে খোলা আকাশের নিচে পাঠ গ্রহণের দৃশ্য তুলে ধরায় সনি রামানি রানারআপ হয়েছেন।


গত বছর একই প্রতিযোগিতায় শিল্প দূষণের ফলে ঢাকার একটি লেকে ভেসে ওঠা মৃত মাছ ধরার দৃশ্যধারণের জন্য সনি রামানি প্রথম স্থান অর্জন করেন এবং এ এম আহাদ ঢাকায় দুর্নীতির বিরুদ্ধে হাত তুলে শপথ গ্রহণের একটি আলোকচিত্রের জন্য রানারআপ হয়েছিলেন।


বাংলাদেশি তরুণ আলোকচিত্রীদের কৃতিত্বে অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ দুই আলোকচিত্রী— আহাদ ও সনির এই ধারাবাহিক সাফল্য দেশের তরুণ সমাজের জন্য গর্বের বিষয়। বিশেষ করে যারা বিভিন্ন উপায়ে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে আগ্রহী তাদের জন্য উৎসাহব্যঞ্জক।’ দুই তরুণ আলোকচিত্রীর এই ধারাবাহিক সাফল্যের জন্য টিআইবি তাদের অভিনন্দন জানায়।


(ঢাকাটাইমস/১৯আগস্ট/জেবি)