logo ২৮ এপ্রিল ২০২৫
এই দিনে জন্মেছিলেন সেলিম আল দীন
বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ আগস্ট, ২০১৫ ০১:০৮:৪৮
image

ঢাকা: বাংলা  নাটকে  অবিস্মরণীয়  এক  নাম সেলিম  আল  দীন। রবীন্দ্রনাথ আর নজরুলের মতো কবিদের কাছ থেকে প্রেরণা নিয়ে, সব বিভাজনকে পেছনে ফেলে এক নবতর শিল্পরীতি প্রবর্তন করেন সেলিম আল দীন। মহান এ নাট্যস্রষ্টার ৬৬তম জন্মবার্ষিকী আজ। পশ্চিমা নাট্যরীতির বৃত্ত থেকে বেরিয়ে খুঁজে বের করেছেন বাংলা নাটকের হাজার বছরের পুরানো শিল্পরীতি। জন্ম ১৯৪৯ ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে।  শৈশব থেকেই ছিলেন দুরন্ত প্রকৃতির। ছাত্রজীবন থেকেই সাহিত্যের প্রতি প্রবল ঝোঁক ছিল সেলিম আল দীনের। শুরুতে কবিতার মাধ্যমে নিজেকে আত্মপ্রকাশ করতে চাইলেও কিছুতেই কবিতার ভাষাটি আয়ত্তে আসছিল না তার। এই টানাপড়েনের মধ্যেই শুরু তার নাটক লেখা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায়ই সেলিম আল দীনের  লেখালেখির সিদ্ধান্ত গ্রহণ করেন। সময়টা ছিল ১৯৬৮ সাল, কবি আহসান হাবিব সম্পাদিত দৈনিক পাকিস্তান পত্রিকায় আমেরিকার কৃষ্ণাঙ্গদের নিয়ে লেখা তার প্রথম বাংলা প্রবন্ধ ‘নিগ্রো সাহিত্য’ ছাপা হয়। এ প্রবন্ধটির মাধ্যমেই লেখক হিসেবে সেলিম আল দীনের আত্মপ্রকাশ ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সেলিম আল দীন ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘মধ্যযুগের বাংলা নাট্যরীতি’ নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। থিয়েটারের যাত্রাটা যার শুরুটা ১৯৭২ এ। এরপর ১৯৭৪ সালে যোগ দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে। এখানকার ‘নাটক ও নাট্যতত্ত্ব’ বিভাগের প্রতিষ্ঠা তারই হাত ধরে। ১৯৮১-৮২ সালে বন্ধু নাসির উদ্দিন ইউসুফকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন বাংলাদেশ গ্রাম থিয়েটার। সেলিম আল দীনের প্রথম নাটক ‘বিপরীত তমসায়’ ১৯৬৯ সালে রেডিওতে প্রচার হয়। এরপর ১৯৭০ সালে আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় ‘লিব্রিয়াম’ নামের একটি নাটক ১৯৭০ সালে টেলিভিশনে প্রচার হয়। অবশ্য পরে ‘লিব্রিয়াম নাম পরিবর্তন করে ‘ঘুম নেই’ রাখা হয়। ১৯৭২ সালে আমিরুল হক চৌধুরী নির্দেশিত এবং বহুবচন প্রযোজিত তার প্রথম মঞ্চনাটক ‘সর্প বিষয়ক গল্প’ মঞ্চায়ন হয়। বাংলা ভাষার একমাত্র নাট্যবিষয়ক কোষগ্রন্থ ‘বাংলা নাট্যকোষ’ সংগ্রহ, সংকলন, প্রণয়ন ও সম্পাদনা করেছেন। তার রচিত ‘হরগজ’ নাটকটি সুয়েড়ীয় ভাষায় অনূদিত হয় এবং এ নাটকটি ভারতের রঙ্গকর্মী নাট্যদল হিন্দি ভাষায় মঞ্চায়ন করেছে। সেলিম আল দীন রচিত উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ (১৯৭৫),  ‘বাসন’ (১৯৮৫),  ‘মুনতাসির ফ্যান্টাসী’, ‘শকুন্তলা’, ‘কীত্তনখোলা’ (১৯৮৬), ‘কেরামতমঙ্গল’ (১৯৮৮), ‘যৈবতী কন্যার মন’ (১৯৯৩), ‘চাকা’ (১৯৯১), ‘হরগজ’ (১৯৯২), ‘প্রাচ্য’ (২০০০), ‘হাতহদাই’ (১৯৯৭), ‘নিমজ্জন’ (২০০২), ‘ধাবমান’, ‘স্বর্ণবোয়াল’ (২০০৭), ‘পুত্র’।


(ঢাকাটাইমস/ ১৮ আগস্ট/ এইচএফ)