জামিন পেলেন সাংবাদিক প্রবীর
ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৯ আগস্ট, ২০১৫ ১৪:১৪:৩৭

ফরিদপুর: ফরিদপুরে তথ্যপ্রযুক্তি আইনে মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের জামিন মঞ্জুর করেছে আদালত।
ফরিদপুর ১ নম্বর আমলি আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এ সময় তার কাছ পাঁচ হাজার টাকার মুচলেকা নেওয়া হয়। মামলার পরবর্তী তারিখ আগামী ২২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।
ফেসবুকে লেখার মাধ্যমে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সুনাম ক্ষুণ্নের অভিযোগ তুলে গত রবিবার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি করা হয়।
মামলার বাদী ফরিদপুর পূজা উদযাপন কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট স্বপন কুমার পাল।
আসামিপক্ষের আইনজীবী স্থানীয় বিএনপির নেতা আলী আশরাফ নান্নু জানান, প্রবীর সিকদার একজন খ্যাতিমান সাংবাদিকই নন তিনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি বলেন, তার তিন দিনের রিমান্ডের প্রথম দিনে ফেসবুকে লেখার দায় শিকার করায় পুলিশ তাকে আদালতে হাজির করে। এসময় আমরা তার জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে।
প্রতিক্রিয়ায় প্রবীর সিকদারের স্ত্রী অনিতা সিকদার বলেন, জামিন পাওয়ায় আমি খুশি। তিনি দেশবাসীর কাছে তার স্বামীর জন্য প্রার্থনা কামনা করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী জাহিদ বেপারী বলেন, রিমান্ডে তার ভুল শিকারের জন্য আমরা জামিন আবেদনের বাধা দিইনি।
মামলার বাদী অ্যাডভোকেট স্বপন পাল বলেন, আসামির পরিবার আমার কাছে গিয়ে প্রবীর সিকদারের ফেসবুকে লেখার বিষয়ে ক্ষমা প্রার্থনা করে। তাছাড়া এজন্য মন্ত্রী মহোদয়ের কাছেও তাদের ভুল শিকার করেছে। এজন্য আমরা তার জামিনে কোনো বাধা দিইনি।
প্রসঙ্গত, প্রবীর সিকদার বর্তমানে উত্তরাধিকার ৭১ নিউজ এবং দৈনিক বাংলা ৭১ নামের পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি এর আগে সমকাল ও কালের কণ্ঠে কাজ করেছেন।
(ঢাকাটাইমস/১৯আগস্ট/প্রতিনিধি/ইইউ/জেবি)