স্বাধীনতা মানে যা ইচ্ছা তা নয়
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ আগস্ট, ২০১৫ ২০:২৩:৪১

ঢাকা: মত প্রকাশের স্বাধীনতা সংবিধান স্বীকৃত। তবে এই স্বাধীনতা মানেই যা ইচ্ছা তা নয় বলে মনে করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও এটিএন বাংলার প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল।
তিনি বলেন, অবাধ স্বাধীনতার সাথে দায়িত্ববোধ বলে একটা কথা আছে। আমাদের স্বাধীনতা আছে। কিন্তু এই স্বাধীনতাকে অপব্যবহার করা যায় না। কারণ দায়িত্ববোধের জায়গা থেকে সেটা করা যায় না।
বৃহস্পতিবার মুঠোফোনে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে এই গণমাধ্যম বিশেষজ্ঞ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম। এই মাধ্যমে কোনো তথ্য প্রকাশ করলেও সেটার ফিলটারিং করা হয় না। কিন্তু এই মাধ্যমে মত প্রকাশ করতে হলে নিজেকে দায়িত্ব নিয়েই করতে হয়- যাতে মত প্রকাশের জন্য সমাজে অস্থিরতা কিংবা বিশৃঙ্খলা তৈরি না হয়। এখানে দায়িত্ববোধটা খুব বেশি কাজ করে।
সংবাদপত্র তথা গণমাধ্যমের কথা উল্লেখ করে মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সংবাদপত্র বা অন্য কোনো গণমাধ্যমে কোনো তথ্য চাইলেই প্রকাশ করা যায় না। একটি সংবাদ অনেকগুলো গেটকিপারের দরজা পার হয়ে প্রকাশ হয়। এখানে ফিলটারিং ব্যবস্থা থাকে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সুবিধা নেই। তবে এখানে দুইটি দিক আছে। একটি হচ্ছে প্রাইভেট। যেমন বন্ধুর সঙ্গে চ্যাট করা। এটার জন্য কোনো সীমাবদ্ধতা নেই। কিন্তু আরেকটি হচ্ছে পাবলিক ডোমেইন। এখানে কিন্তু চাইলেই যেকোনো বিষয় শেয়ার করা বা মত প্রকাশ করা যায় না। সামাজিক দায়বদ্ধতার বিষয়টি কিন্তু মাথায় রাখতে হয়। সেই জন্যই বলছি, অবাধ স্বাধীনতা মানে দায়িত্বহীনতা নয়। এটার সুন্দর ব্যবহার নিশ্চিত করা জরুরি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু শত্রুতা করার জায়গা নয়। কারো সাথে শত্রুতা আছে তাকে এই মাধ্যম ব্যবহার করে আক্রমণ করা ঠিক না। এটার জন্য আপনি আইনের আশ্রয় নিতে পারেন। কিন্তু জনপ্রিয় এই মাধ্যমের অপব্যবহার করা যায় না। এজন্য আমাদের নিজস্ব বিবেচনাবোধ কাজে লাগাতে হবে। এমন কোনো কার্যক্রম আমাদের মাধ্যমে সংগঠিত না হয় যাতে সমাজে উত্তেজনা সৃষ্টি হয়।
(ঢাকাটাইমস/২০আগস্ট/এমএম)