ঢাকা: স্ত্রী নির্যাতনের অভিযোগে এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান পূর্নিয়াকে আটক করেছে রমনা থানার পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলার প্রস্তুতি চলছে।
সূত্র জানায়, আতিকুর রহমান একাধিক বিয়ে করেছেন। সম্পতি তিনি তার ছোট স্ত্রী ইসরাত জাহান তুসিকে নিয়ে মগবাজারে একটি ভাড়া বাসায় ওঠেন। সেখানে তিনি তাঁর স্ত্রীকে মারধর ও নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে। ইসরাত জাহান তুসির অভিযোগের ভিত্তিতেই আতিকুরকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/২১আগস্ট/এএ/এআর/ ঘ.)