logo ২৮ এপ্রিল ২০২৫
জামিন পেলেন প্রথম আলো সম্পাদক
ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ আগস্ট, ২০১৫ ১৭:০১:৩৭
image

ঝিনাইদহ: ঝিনাইদহ আদালতে করা মানহানির পাঁচ মামলায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান জামিন পেয়েছেন। একই সঙ্গে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহত দিয়েছে আদালত। তার সঙ্গে প্রতিবেদক আজাদ রহমান ও স্থানীয় সাংবাদিক সুব্রত সরকারও জামিন পেয়েছেন।


আজ মঙ্গলবার ঝিনাইদহের বিচারিক হাকিম আদালত এই তিনজনের জামিন মঞ্জুর করেন।


ভর্তুকির টাকায় ঝিনাইদহের কোটচাঁদপুরে ১৫টি কলের লাঙল কেনায় অনিয়মের অভিযোগ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো। এর পরিপ্রেক্ষিতে মতিউর রহমান, আজাদ রহমান ও সুব্রত সরকারের বিরুদ্ধে আটটি মানহানির মামলা হয়। মামলাগুলোর বাদী কলের লাঙলের জন্য নির্বাচিত স্থানীয় যুবলীগের নেতা-কর্মীরা।


(ঢাকাটাইমস/২৫আগস্ট/জেবি)