ঝালকাঠিতে পিআইবির বুনিয়াদি প্রশিক্ষণ
ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৪ আগস্ট, ২০১৫ ১৪:১৮:৫১
ঝালকাঠি: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) উদ্যোগে ঝালকাঠি সার্কিট হাউসে সোমবার সকালে ‘সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ’ শুরু হয়েছে। পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
দু’টি ব্যাচে ২৪ থেকে ২৬ আগস্ট প্রিন্ট মিডিয়া ও ২৫ থেকে ২৭ আগস্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতি ব্যাচে জেলা ও উপজেলার ৩৫ সাংবাদিক অংশগ্রহণ করবেন। এ সময় তাদের রিপোর্ট ও ফিচার লেখা, সাংবাদিকতার নীতিমালা ও আচরণবিধি এবং তথ্য অধিকার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির প্রবীণ সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু। এ সময় বক্তব্য দেন একাত্তর টেলিভিশনের বার্তা সম্পাদক পলাশ আহসান ও পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান।
পিআইবির প্রশিক্ষক, বিশিষ্ট সাংবাদিকসহ রিসোর্সপারসনরা প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করবেন।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/জেবি)