logo ২৭ এপ্রিল ২০২৫
বিবিসি সংলাপ এবার সিলেটে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ আগস্ট, ২০১৫ ১০:০৯:৩৫
image

ঢাকা: বিবিসি বাংলাদেশ সংলাপের তৃতীয় সিরিজের ১২৭তম পর্ব সিলেটের রিকাবীবাজাস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।


আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় এ সংলাপ শুরু হবে।

বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি বাংলার যৌথ আয়োজনে সংলাপ অনুষ্ঠানটি পরিচালিত হবে।

সংলাপে দর্শকরা সাম্প্রতিক সময়ের বিভিন্ন আলোচিত বিষয়ে উপস্থিত প্যানেল সদস্যদের কাছে সরাসরি প্রশ্ন করতে পারবেন।

এ পর্বের প্যানেল আলোচক হিসেবে থাকবেন- বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম হোসাইন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মুনতাহাস রাকিব।

২০১২ সালের ১৭ নভেম্বর ঢাকার লালবাগ কেল্লায় ধারণ করা হয়েছিল চলতি তৃতীয় সিরিজের প্রথম পর্বটি। সেই থেকে এ পর্যন্ত প্রচারিত হয়েছে বিবিসি বাংলাদেশ সংলাপের সাপ্তাহিক আয়োজনের মোট ১২৬টি পর্ব।

এসব পর্বে প্যানেল সদস্যদের মধ্যে ছিলেন সরকার ও বিরোধী দলের নীতি নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি, শিক্ষাবিদ, মানবাধিকার কর্মী, ব্যবসায়ী ও শ্রমিকনেতাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

ঢাকার বাইরে দেশের বিভিন্ন প্রান্তের একাধিক শহরেও আলোচনার পরিধি বিস্তৃত করেছে বিবিসি বাংলাদেশ সংলাপ। এর অংশ হিসেবে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, বগুড়া, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, বরিশাল, নাটোর, টাঙ্গাইল, যশোর, মাগুড়া, বরগুনা, রাঙ্গামাটি ও নোয়াখালীতেও আয়োজন করা হয় এ সংলাপ।

অনুষ্ঠানটির প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন। 

অনুষ্ঠানটি বিবিসি বাংলায় প্রচারিত হয় প্রতি রোববার রাত ৮টায়। পুনঃপ্রচারিত হয় মঙ্গলবার রাত ৮টায়।

(ঢাকাটাইমস/২৯আগস্ট/জেবি)