আল জাজিরার তিন সাংবাদিকের কারাদণ্ড
ঢাকাটাইমস ডেস্ক
২৯ আগস্ট, ২০১৫ ১৫:৪৩:৪০
ঢাকা: মিশরের একটি আদালত আল জাজিরা টেলিভিশনের তিন সাংবাদিককে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। এসব সাংবাদিককে মুক্তি দেয়ার জন্য বিশ্বব্যাপী আহ্বান সত্ত্বেও শনিবার এ দণ্ড দেয়া হলো।
রায় ঘোষণাকালে কানাডার মোহাম্মদ ফাহমি ও মিশরের প্রযোজক বাহের মোহাম্মদ আদালতে হাজির ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার পিটার গ্রেস্তের অনুপস্থিতিতেই তার বিচারকাজ চলে। কারণ চলতি বছরের প্রথমদিকে তাকে অস্ট্রেলিয়া ফেরত পাঠানো হয়।
আল-জাজিরার এই তিন সাংবাদিককে ২০১৩ সালে গ্রেপ্তার করে মিসরের কর্তৃপক্ষ। তাঁদের বিরুদ্ধে ‘মিথ্যা খবর’ প্রচার এবং নিষিদ্ধঘোষিত ইসলামপন্থী সংগঠন মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়। তবে তাঁরা অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
গত বছর এই তিন সাংবাদিককে সাত থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেন কায়রোর একটি আদালত। ওই শাস্তির বিরুদ্ধে কায়রোর সর্বোচ্চ আপিল আদালতে তাঁরা আবেদন করেন। শুনানির পর আদালত তাঁদের আবেদন গ্রহণ করেন এবং দণ্ড বাতিল করে মামলাটি নতুন করে বিচার করার নির্দেশ দেন।
(ঢাকাটাইমস/২৯আগস্ট/জেবি)