logo ২৮ এপ্রিল ২০২৫
ডিআরইউতে শিক্ষা বিটের রিপোর্টারদের কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ আগস্ট, ২০১৫ ১৭:০৮:০১
image

ঢাকা: বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিটের রিপোর্টারদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ)।


শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে এই কর্মশালা।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান ও ডিআরইউ-এর সাবেক সভাপতি শফিকুল কবির সাবু কর্মশালায় শিক্ষা বিটের নানা দিক নিয়ে আলোচনা করেন।


ডিআরইউ-এর প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক কাজী সোহাগের সঞ্চলনায় এতে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহ, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরী উপস্থিত ছিলেন।


(ঢাকাটাইমস/২৮আগস্ট/জেবি)