দুই ব্রিটিশ সাংবাদিককে মুক্তি দিলো তুরস্ক
ঢাকাটাইমস ডেস্ক
০৪ সেপ্টেম্বর, ২০১৫ ১৫:১২:০২
ঢাকা: ব্রিটেনভিত্তিক গণমাধ্যম ভাইস নিউজের দুই সাংবাদিককে মুক্তি দিয়েছে তুরস্ক। তবে তাদের সঙ্গে থাকা তুরস্কের এক অনুবাদককে মুক্তি দেয়া হয়নি। তুরস্কের কর্মকর্তা ও আইনজীবীর বরাত দিয়ে আলজাজিরা বৃহস্পতিবার এ খবর দিয়েছে।
বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনী ও নিষিদ্ধ ঘোষিত কুর্দি যোদ্ধাদের মধ্যকার সংঘর্ষের ছবি তোলার সময় দিয়ারবাকির প্রদেশ থেকে গাড়ির চালকসহ চারজনকে আটক করে তুরস্ক পুলিশ।
দুই সাংবাদিক জেক হানরাহান ও ফিলিপ প্যান্ডেলবুরি এবং তাদের অনুবাদক তুরস্কের নাগরিক মোহাম্মাদ ইসমাইল রসুলকে তুরস্কের বিরুদ্ধে কাজ করার অভিযোগে আটক করা হয়। এর আগে গাড়ির চালককে কোনো অভিযোগ ছাড়াই ছেড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার পার্শ্ববর্তী আদানা প্রদেশ থেকে তাদের ওই দুই সাংবাদিককে মুক্তি দেওয়া হয়। তবে অনুবাদককে মুক্তি দেওয়া হয়নি।
(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/জেবি)