ঢাকা: মঙ্গলবার ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) এক জরুরি সভা মঙ্গলবার রাজধানীর কাকরাইলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভাপতি তানভীর আলাদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের। এতে বক্তৃতা করেন- নজরুল ইসলাম, আবদুল্লাহ আল মাহমুদ মীম, মুক্তাদির অনিক, মো. রাশিম মোল্লা, মো. জাওহার ইকবাল খান, হুমায়ূন কবির তমাল ও আহসান হাবিব রিপন প্রমুখ।
সভায় তানভীর আলাদিনকে সভাপতি ও মহিউদ্দিন কাদেরকে সাধারণ সম্পাদক করে ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) ২০১৫-২০১৬ সালের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটি নিম্নরূপ-
সভাপতি: কাজি গোলাম আলাউদ্দিন (তানভীর আলাদিন)-বাসস, সহ-সভাপতি: ড. জ্যোস্নালিপি বিশ্বাস (সরাসরি), নজরুল ইসলাম (আলোকিত বাংলাদেশ), আবদুল্লাহ আল মাহমুদ মীম (প্রথম কথা), নূরনবী সিদ্দিক সুইন (বাংলা নিউজ), মহসিন বেপারি (বাসস), আলী ইমাম সুমন (আমাদের সময়), জাফর সেলিম (সা. নির্ভীক), সাধারণ সম্পাদক: মহিউদ্দিন কাদের (বাসস), সহ- সাধারণ সম্পাদক: একরামুল ইসলাম বিপ্লব (যুগান্তর), মনিরুল ইসলাম রোহান (নয়া দিগন্ত), মুক্তাদির অনিক (বৈশাখী টিভি), এস এম কালাম (নতুন বার্তা), মতিন আবদুল্লাহ (যুগান্তর)।
সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয়): এ কে আজাদ (ঢাকা প্রতিদিন), সহ-সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয়): মো. রাশিম মোল্লা (মানবজমিন), দপ্তর সম্পাদক: কাজী মুস্তাফিজ (নতুন বার্তা), অর্থসম্পাদক: মো. কামরুজ্জামান বাবলু (যায়যায় দিন), প্রচার সম্পাদক: অমিতাভ রহমান (যায়যায় দিন), সংস্কৃতি ও বিনোদন সম্পাদক: এস এম মুন্না মিয়া (সমকাল), আইন বিষয়ক সম্পাদক: মো. গোলাম রাব্বানী (নয়া দিগন্ত), সমাজ কল্যাণ সম্পাদক: নারগিস কবির লিন্ডা (দেশবাংলা), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: আহসান হাবিব রিপন (ঢাকা প্রতিদিন), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. হোসাইন তারেক (সরাসরি), ধর্ম বিষয়ক সম্পাদক: মো. জাওহার ইকবাল খান (আলোকিত বাংলাদেশ), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক: হুমায়ূন কবির তমাল (আলোকিত বাংলাদেশ), আপ্যায়ন সম্পাদক: মো. জাকির হোসাইন (আজকালের খবর),
সদস্য: মো. শহীদুল ইসলাম (নিউজ এক্সপ্রেস), ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক), শাহানা খানম (আলোকিত বাংলাদেশ), মাসুম আহম্মেদ (দৈনিক রূপালী), মো. গোলাম সামদানি (সকালের খবর), রাকিব উদ্দিন (সংবাদ), সাজু আহমেদ (জনকণ্ঠ), সাহাদাৎ রানা (এটিএন নিউজ), কাজি মাহফুজুর রহমান শুভ (জনতা), সাইদ রহমান (আলোকিত বাংলাদেশ), রেজাউল হক কৌশিক (ইত্তেফাক), মানিক মুনতাসির (বাংলাদেশ প্রতিদিন), নুসরাত জলি (আজকালের খবর), আবদুল্লাহ মুয়াজ (আজকের পত্রিকা), জহিরুল ইসলাম (বাংলাদেশ টুডে), রাকিব হাসান (মাই টিভি), এম আবদুল মোমিন (সরাসরি), ফরিদ উদ্দিন সিদ্দিকী (জনতা)।
(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/জেবি)