logo ২৭ এপ্রিল ২০২৫
বস্তুনিষ্ঠতা ছাড়া কোনো সংবাদপত্র হতে পারে না
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:৩০:৩৫
image

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, গণতন্ত্র রক্ষায় সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। তবে বস্তুনিষ্ঠ সংবাদ ছাড়া সংবাদপত্রের কোনো ভূমিকা থাকতে পারে না। বস্তুনিষ্ঠ সংবাদ ছাড়া কোনো সংবাদপত্রও হতে পারে না।


আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দৈনিক বিজয়ের প্রতিধ্বনির এক বছর পূর্তি উপলক্ষে “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সংবাদপত্রের ভূমিকা শীর্ষক” আলোচনা সভায়   তিনি এসব কথা বলেন।


ইকবাল সোবহান বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। কারণ, সংবাদপত্র থাকলে গণতন্ত্র থাকবে আর গণতন্ত্র থাকলে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে।


সংবাদপত্রের স্বাধীনতার জন্য সরকার তথ্য কমিশন গঠন করেছে জানিয়ে তিনি বলেন, সরকার অবাধ তথ্যের ব্যবস্থা করেছে। যার ফলে দেশের প্রশাসন আজ জবাবদিহি করতে বাধ্য।  


বীর মুক্তিযোদ্ধা ডা. সি এম দিলওয়ার রানার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, হবিগঞ্জ-৪ আসনের  সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মাহবুব আলী প্রমুখ।


(ঢাকাটাইমস/৫সেপ্টেম্বর/জেবি)