logo ২৭ এপ্রিল ২০২৫
আনুষ্ঠানিক যাত্রার অপেক্ষায় “সাম্প্রতিক দেশকাল”

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ সেপ্টেম্বর, ২০১৫ ২২:১১:৩৪
image


ঢাকা: বাজারে আসছে নতুন সাপ্তাহিক ‘সাম্প্রতিক দেশকাল’। একই নামে যাত্রা শুরু করতে যাচ্ছে একটি অনলাইন নিউজ পোর্টালও। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান দুটোর উদ্বোধন হবে। সকাল সাড়ে দশটায় ঢাকায় দ্য ডেইলি স্টার ভবনে এ. এস মাহমুদ সেমিনার হলে অনুষ্ঠনের আয়োজন করা হয়েছে।

পত্রিকা দুটোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল, রোটারি ইন্টারন্যাশনালের গভর্নর এস এ এম শওকত হোসেন এবং রেডিয়েন্ট পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী।

অনলাইন ও সাপ্তাহিক ‘সাম্প্রতিক দেশকালে’র সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ এবং প্রকাশক নাহিক আকতার জাহেদী।

এ ব্যাপারে সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ বলেন, সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও মানবাধিকার সংরক্ষণের সংগ্রামে সহযোগী হতে দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন তারা। পাশাপাশি দুর্নীতি ও অন্যায় প্রতিরোধেও থাকবেন প্রতিশ্রুতিবদ্ধ।

(ঢাকাটাইমস/ ৭ আগস্ট/ এইচএফ)