ইমদাদুল হক মিলনের জন্মদিন আজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ সেপ্টেম্বর, ২০১৫ ০০:৪৭:১৪

ঢাকা: ঔপন্যাসিক, গল্পকার ও দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলনের ৬০তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের ৮ সেপ্টেম্বর বিক্রমপুরের লৌহজং থানার মেদিনীমণ্ডল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ইমদাদুল হক মিলনের শৈশব কেটেছে জন্মস্থান বিক্রমপুরের মেদিনীমণ্ডল গ্রামে। তিনি ঢাকার গেণ্ডারিয়া হাইস্কুল থেকে এসএসসি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি এবং অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ‘নূরজাহান’ উপন্যাস দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছে যাওয়া এই লেখকের লেখকখ্যাতি বর্তমানে দেশের সীমানা পেরিয়ে বিদেশের পাঠকের হৃদয়েও স্থান করে নিয়েছে। সাহিত্যবোদ্ধারা তার উপন্যাস ‘নূরজাহান’সহ অন্যান্য রচনাকে এরই মধ্যে ধ্রুপদী সাহিত্যের মর্যাদায় ভূষিত করেছেন। ইমদাদুল হক মিলন তার লেখালেখির স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে লাভ করেছেন বাংলা একাডেমি পুরস্কার। এছাড়া হুমায়ুন কাদির সাহিত্য পুরস্কার, এস এম সুলতান পদক, ঢাকা যুব ফাউন্ডেশন পদক, শেরেবাংলা পদক, টেনাশিনাস পুরস্কার, জাপান বিবেক সাহিত্য পুরস্কার, কলকাতা চোখ সাহিত্য পুরস্কার, জাপান রাইটার্স অ্যাওয়ার্ড, মাদার তেরেসা পদক, বাচসাস পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন তিনি। গুণী এ মানুষটির জন্মদিনে দৈনিক মানবজমিনের পক্ষ থেকে রইলো শুভ কামনা।
(ঢাকাটাইমস/ ৮ আগস্ট/ এইচএফ)