logo ২৩ এপ্রিল ২০২৫
হাত-পা বেঁধে ৩ শিশুকে পুড়িয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
০৩ জানুয়ারি, ২০১৬ ২২:৪৮:২২
image


ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপায় জমি ও টাকা সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে হাত-পা বেঁেধ সাফিন (৯), আমিন (৭) এবং মাহিন (১৫) নামের তিন শিশুকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে সাফিন-আমিনের চাচা ও মাহিনের মামা মেরিন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনকে আটক করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কবিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত সাফিন ও আমিন শহরের দেলোয়ার হোসেনের ছেলে। দেলোয়ার স্থানীয় একটি স্কুল শিক্ষক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি ও টাকা সংক্রান্ত বিরোধের জের ধরে কবিরপুর এলাকার গোলাম নবীর ছেলে মেরিন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তার বোন জেসমিন, ভাগ্নে মাহিন ও ভাইয়ের দুই সন্তান সাফিন ও আমিনকে মারধর করে। এরপর তাদের হাত-পা ও চোখ বেঁধে খাটের সাথে আটকিয়ে রাখে। পরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে বড় ভাইয়ের শিশু সন্তান সাফিন ও আমিন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। অগ্নিদগ্ধ হন তার বোন জেসমিন ও ভাগ্নে মাহিন। দগ্ধ জেসনিমকে উদ্ধারের পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সে রাত সোয়া ৯ টার দিকে সে মারা যায়।

অপরদিকে জেসমিনের ছেলে মাহিনকে উদ্ধারের পর ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পুরো শরীর দগ্ধ হয়েছিল বলে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আতাউর রহমান জানিয়েছেন।  চিকিৎসাধীন অবস্থায় সেও রাত সোয়া ৯ টার দিকে মারা যায় বলে জানান তিনি।

দেলোয়ার হোসেনের প্রতিবেশিরা জানান, মেরিন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনের পাঠানো টাকা খরচ করায় তার পরিবারের সদস্যদের প্রতি ক্ষিপ্ত হন তিনি। এ ছাড়া ঘটনার সময় সে মাদকাসক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর স্থানীয় লোকজন ইকবালকে ধরে গণপিটুনি দিয়ে শৈলকুপা থানায় সোপর্দ করেছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, আমি ছুটিতে আছি। তবে যতদুর জানা গেছে, পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ গেছে। তারা থানায় ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।

(ঢাকাটাইমস/৩জানুয়ারি/প্রতিনিধি/ইএস)