ঢাকা: রাজধানীর কাকরাইল এলাকায় এক আদম ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত ওই ব্যবসায়ীর নাম মো. ইমাম হোসেন (৩৫)। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইমাম হোসেনের সহকর্মী মো. রেজাউল করিম ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত শনিবার রাত তিনটার সময় কাকরাইল মোড় থেকে বাসার দিকে যাচ্ছিলাম। ওই সময়ে একটি প্রাইভেটকার যোগে তিন থেকে চারজন ছিনতাইকারী আমাদের গতিরোধ করে। পরে তারা ইমামের কাছ থেকে আট হাজার টাকা ও দুইটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
(ঢাকাটাইস/২৭ ডিসেম্বর/এএ জেডএ)