logo ২৩ এপ্রিল ২০২৫
৩৫টি সোনার বারসহ দুই ব্যক্তি আটক
কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
১৯ ডিসেম্বর, ২০১৫ ২১:৪৬:৫৫
image


কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে শনিবার  সন্ধ্যায় মাইক্রোবাসের দুই যাত্রীর কাছ থেকে ৩৫টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। সোনাগুলোর মূল্য এক কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি মাইক্রোবাসের দুই যাত্রীর শরীরে প্যাঁচানো স্কচটেপ খুলে ৩৫টি সোনার বার উদ্ধার করা হয়। ওই দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- মো. মিলন (২৭) ও কফিল উদ্দিন (২০)। তাঁদের গ্রামের বাড়ি ফেনীতে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া জানান, ফেনী থেকে তারা ওই সোনাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ছয়টার দিকে দাউদকান্দির টোলপ্লাজা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী একটি মাইক্রোবাস আটকানো হয়। ওই মাইক্রোবাসের দুই যাত্রীর শরীর তল্লাশি করতে গিয়ে ​দেখা যায়, দুজনের শরীরে স্কচটেপ প্যাঁচানো। স্কচটেপ খুলে মোট ৩৫​টি সোনার বার পাওয়া যায়। বারগুলোর মোট ওজন চার কেজি ৭৪ গ্রাম।

(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/জেডএ)