অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে নারীর মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৮ ডিসেম্বর, ২০১৫ ১০:১৬:০৩

চাঁদপুর: চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনে অজ্ঞানপার্টির দেয়া জুস খেয়ে রেবা বেগম (২৭) নামে দুই সন্তানের জননীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে ট্রেনটি লাঙ্গলকোর্ট ছেড়ে লাকসাম আসার পূর্বেই এই ঘটনা ঘটে।
চাঁদপুর জিআরপি থানার পুলিশ জানায়, ঘটনাস্থলে আসার পূর্বে রেবা বেগমের পানির তৃষ্ণা পায়। পাশে থাকা অজ্ঞান পার্টির সদস্যদের জুস পান করেন তিনি। কিছুক্ষণ পরে তার বুকে ব্যথা অনুভব হয়। এ সময় জুস দেয়া ওই লোক কেটে পড়ে। লাকসাম স্টেশনে পৌঁছলে দু- তিনটি ঢেকুর দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন রেবা।
রেবা বেগম স্বামী কাঠ ব্যবসায়ী রাশেদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে স্বামী ও পিতাসহ সপরিবারে বাপের বাড়ি পিরোজপুরের কাউখালী কেউন্দিয়া গ্রামের উদ্দেশ্যে তারা রওয়ানা হয়। ঘটনার সময় তার দু’ছেলে মো. আকাশ (১০) ও মো. আরাফাত (৫) সাথেই ছিল।
চলন্ত ট্রেনে ঘটনা ঘটনায় তাকে তাৎক্ষণিক কোনো হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। পরে রাত সাড়ে ১১টায় ট্রেনটি চাঁদপুর পৌঁছালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি পাঠান জানান, এই ঘটনায় জিআরপি থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। রাত ১টায় মাইক্রোবাস যোগে রেবা বেগমকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চাঁদপুর থেকে রওয়ানা হয়।
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)