কোম্পানীগঞ্জে বিএনপির বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী বহিষ্কার
নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
১৭ ডিসেম্বর, ২০১৫ ০৯:১১:১৩
নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জাকির হোসেন নামে বিএনপি এক নেতাকে দল থেকে বহিষ্কার করেছে পৌর বিএনপি।
বুধবার রাতে বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বসুরহাট পৌরসভার ৮নং ওয়ার্ডে বিএনপি নেতা নূর নবী সবুজকে দলীয় কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন ওই ওয়ার্ডে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এ বিষয়ে এক জরুরি সভার আয়োজন করে পৌর বিএনপি। দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাকির হোসেনকে তার দলীয় পদসহ দলের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে পৌরসভা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহেদুর রহমান শাহেদকে ওই ওয়ার্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/প্রতিনিধি/এলএ)