ইয়াবাসহ সাংবাদিক দম্পতি আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ ডিসেম্বর, ২০১৫ ১৮:৪২:০৯
চট্টগ্রাম: একটি বেসরকারি টেলিভিশনের জেলা প্রতিনিধি ও তার স্ত্রীকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার মেরিনার্স সড়কে একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জিটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ সেলিম (৩২) ও তার স্ত্রী মুন্নি আক্তার (২৭)।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফিরিঙ্গিবাজার মেরিনার্স সড়কে একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় মাইক্রোবাসে থানা একটি লাগেজে কম্বলে মোড়ানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাইক্রোবাসে থাকা সেলিম নিজেকে গাজী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি বলে পরিচয় দেন। পরে মাইক্রোবাসে থাকা সেলিম ও তার স্ত্রীকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/জেবি)