logo ২৩ এপ্রিল ২০২৫
শাহজালালে বিপুল ভারতীয় রুপি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ ডিসেম্বর, ২০১৫ ১৫:৩৮:২১
image


ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কোটি ২০ লাখ ৫০ ভারতীয় রুপি উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার সকালে বিমানবন্দরের গোডাউন থেকে এসব রুপি উদ্ধার করা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ঢাকা কাস্টমস হাউজের যুগ্ন কমিশনার এসএম সোহেল রহমান ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সকালে বিমানবন্দরের গোডাউন থেকে এক কোটি ২০ লাখ ৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশি টাকায় দেড় কোটি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এএ/জেডএ