ফরিদপুর: ফরিদপুরের অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও ১৮টি মামলার আসামি আফজাল হোসেন শাহিন ওরফে হাতকাটা শাহিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি শহরের কমলাপুর বটতলা এলাকায়।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে শুক্রবার মধ্যরাতে শহরতলীর বাইপাস সড়কের পিয়ারপুর এলাকায় অভিযান চালায় । সেখানে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছিলো । পুলিশ ঘটনাস্থলে গিয়ে আত্মরক্ষার্থে ৬/৭ রাউন্ড শর্ট গানের ফাকা গুলি ছোড়ে । এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় ।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ আহত অবস্থায় আফজাল হোসেন শাহিন ওরফে হাতকাটা শাহিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শাহিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সিরাজুল ইসলাম জানান, নিহতের মাথার বাম দিকে গুলির ক্ষত রয়েছে।
ফরিদপুর কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, শাহিনের নামে ফরিদপুরসহ বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে। এছাড়াও সে বিভিন্ন মামলায় ৫৪ বছরের সাজা প্রাপ্ত আসামি ছিল।
(ঢাকাটাইমস/ ৬ডিসেম্বর/ প্রতিনিধি/ জেডএ)