ঢাবি ছাত্রীকে বাসে যৌন হয়রানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ ডিসেম্বর, ২০১৫ ১৯:১৪:১৮

ঢাকা: মানিকগঞ্জ থেকে ঢাকায় আসার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে বাসের হেলপার যৌন হয়রানি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকালে ওই ছাত্রী রাজধানীর দারুস সালাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওই থানার এসআই খাদিজাতুজ সাহেলা।
জানা যায়, শুক্রবার দুপুরে শুকতারা পরিবহনে করে মানিকগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন ওই ছাত্রী। বাসে যাত্রী খুব কম থাকায় তিনি একা একটি আসনে বসেছিলেন। বাসটি সিংগাইর উপজেলা পেরোনোর পর চালকের এক সহকারী তার পাশ ঘেঁষে বসেন এবং বিভিন্ন ধরনের কথা বলে গায়ে হাত দেয়ার চেষ্টা করেন। এতে বাধা পেয়ে মামুন নামের ওই সহকারী ঢাবি শিক্ষার্থীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগে বলা হয়।
ছাত্রীটি এর প্রতিবাদ করলে হেলপার তাকে বাস থেকে নামিয়ে দেয়ার চেষ্টা করেন। এসময় বাসের অন্য যাত্রীরা এগিয়ে আসেন। যাত্রীদের হস্তক্ষেপে তাকে হেলপার তাকে বাস থেকে নামাতে ব্যর্থ হয়।
বাসটি ঢাকায় পৌঁছালে ওই ছাত্রী সরাসরি চলে যান দারুস সালাম থানায়। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের বিষয়টি অবগত করে তিনি মামলা করেন। মামলায় ওই হেলপারের নাম মামুন বলে উল্লেখ করেন তিনি।
দারুস সালাম থানার এসআই খাদিজাতুজ শায়লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই বাসটি সেখান থেকে চলে যায়। বাস এবং হেলপারকে আটক করতে অভিযান চলছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/৪ডিসেম্বর/জেবি/ এআর/ ঘ.)