বনানীতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ নভেম্বর, ২০১৫ ২২:২২:১০
ঢাকা: রাজধানীর বনানী থানার কাকলী এলাকায় এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। সে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বনানী থানার পুলিশ সোমবার বিকালে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে ওই শিক্ষার্থী ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিস) চিকিৎসাধীন রয়েছে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গতকাল রবিবার ওই মেয়েটি তার মায়ের সঙ্গে নানীকে খোঁজার জন্য ঢাকায় আসে। পরে বনানীর কাকলী এলাকা থেকে তাকে দুইটি ছেলে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে। পরে সোমবার বিকালে তাকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ছয়টার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
(ঢাকাটাইমস/৩০নভেম্বর/এএ/জেবি)