logo ১৪ মে ২০২৫
মারামারিতে বিরক্ত এলাকাবাসীর পিটুনিতে আহত ২
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৩ নভেম্বর, ২০১৫ ২১:১৬:৪৭
image


ঢাকা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি করায় দুই ব্যক্তিকে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। সোমবার  বিকাল পাঁচটার দিকে রাজধানীর রামপুরা থানার পুরাতন পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এতে আবুল কাশেম ওরফে কালা কাশেম (২৮) ও মো. খলিল (২০) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন।

এ ব্যাপারে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সোমবার বিকাল পাঁচটার সময় পুরাতন পুলিশ ফাঁড়ির পেছনে শরীফুল ইসলাম সোহেল গ্রুপ ও কালা কাশেম গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ক্ষিপ্ত  এলাকাবাসী একজোট হয়ে কালা কাশেম ও খলিল নামে দু’জনকে গণপিটুনী দেয়। পরে এলাকাবাসীই তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।

তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষেরে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত দুইজনের কাছ থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এএ/এসবি)