ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
১৫ নভেম্বর, ২০১৫ ১১:৪৩:৩২
চুয়াডাঙ্গা: ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা করেছেন স্বামী। রবিবার ভোররাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, স্ত্রী আলেয়া বেগমকে (৪২) গলাকেটে হত্যা করে স্বামী রহম আলী (৫২) পালিয়ে যান। খবর পেয়ে রবিবার সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার এস আই মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের আবু তালেবের ছেলে রহম আলীর সঙ্গে পাশের আলমডাঙ্গা উপজেলার নিমতলা গ্রামের আলেয়া বেগমের বিয়ে হয় ২৬ বছর আগে। তাদের দুই ছেলে ও এক মেয়ের বিয়েও হয়ে গেছে। সাংসারিক বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই গোলযোগ দেখা দিত। গতরাতে স্বামী স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিল। আজ রবিবার ভোরের দিকে ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে পালিয়ে যায় স্বামী রহম আলী।
ঘাতক রহম আলীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান মহসিন আলী।
(ঢাকাটাইমস/১৫নভেম্বর/জেবি)