logo ১৪ মে ২০২৫
পায়ের রগ কেটে ব্যবসায়ীকে নদীতে নিক্ষেপ
চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
০৮ নভেম্বর, ২০১৫ ১০:১৯:২০
image


চাঁদপুর: চাঁদপুরে টাকা লেন-দেন নিয়ে মো. শামীম (৩৫) নামে এক ব্যবসায়ীর হাতে-পেটে উপর্যপুরি ছুরিকাঘাত ও পায়ের রগ কেটে ডাকাতিয়া নদীতে নিক্ষেপ করেছে পিয়াস ও নিরব নামে দুই সহপাঠী।

শনিবার রাত ১১টার দিকে চাঁদপুর-রায়পুর সড়কের চাঁদপুর সেতুর উপর এই ঘটনা ঘটে।

শামীম চট্টগ্রাম কাপ্তাই এলাকার রাস্তার মাথার কাদের প্রধানিয়া বাড়ির আলমগীর হোসেনের ছেলে। তার নানার বাড়ি চাঁদপুর সদর উপজেলার মুন্সিরহাট এলাকায়। সে কাপ্তাই এলাকার একজন মৎস্য ব্যবসায়ী।

পুলিশ জানায়, ওই সহপাঠীদের সাথে শামীমের ৩০ হাজার টাকার লেন-দেন ছিলো। তারা ৩০ হাজারের পরিবর্তে ১ লাখ টাকা দাবি করলে বাক-বিত-ার সৃষ্টি হয়। এক পর্যায়ে তারা শামীমের পেটে পাঁচটি ও হাতে ছুরিকাঘাত এবং বাম পায়ের দু’টি রগ কেটে ডাকাতিয়া নদীতে নিক্ষেপ করে। আহত অবস্থায় শামীম পাড়ে উঠতে পারলেও অজ্ঞান অবস্থায় থাকে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় বাবুল নামে এক জেলে নদীর পাড়ে তাকে দেখতে পেয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম জানান, টাকা লেন-দেন নিয়ে পিয়াস ও নিরবসহ আরো অজ্ঞাতনামা দু’জন যুবক ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। তার মা সাগরী বেগমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। সহপাঠী যুবকদের খুঁজে আইনি ব্যবস্থা নেয়া হবে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গোলাম রায়হান জানান, আহত ব্যবসায়ীর অবস্থা খুবই আশঙ্কাজনক। চিকিৎসা চলছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করতে হবে।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/প্রতিনিধি/এলএ)