সাভার: সাভারের ব্যাংক কলোনি এলাকায় প্রকাশ্যে দিবালোকে অস্ত্র ঠেকিয়ে ২২লাখ টাকা ছিনতাই করেছে দুর্বত্তরা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মাদ্রাসার সামনে এঘটনা ঘটে।
পুলিশ জানায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ড ইসলামী ব্যাংক শাখা থেকে জমি রেজিস্ট্রির জন্য ২২ লক্ষ টাকা উত্তোলন করেন কেরানীগঞ্জের হোগলাকান্দি গ্রামের বাসিন্দা রোকেয়া বেগম। এসময় তার বড় ভাই হাবিবুর রহমান ও ছাইদুর রহমান নামের আরেক জন সাথে ছিলেন। টাকা উত্তোলনের পরে রিকশা যোগে সাভার রেজিস্ট্রি অফিসের দিকে রওনা হন রোকেয়া বেগমসহ তিন জন।
রিকশাটি সাভার ব্যাংক কলোনি এলাকার মাদ্রাসা মসজিদের সামনে পৌঁছলে পেছন থেকে দুইটি মোটরসাইকেল যোগে চারজন ছিনতাইকারী তাদের পথ রোধ করে। পরে প্রকাশ্যে দিবালোকে পিস্তল ও রামদা ঠেকিয়ে ব্যাংক থেকে তোলা জমি রেজিস্ট্রির জন্য ২২লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। বাদী রোকেয়া বেগমের অভিযোগের ভিত্তিতে ছিনতাইকারীদের আটকসহ ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এদিকে ২২লাখ টাকা হারিয়ে সাভার মডেল থানা প্রাঙ্গনে কিছুক্ষণ পর পরই সঙ্গাহীন হয়ে পড়তে দেখা গেছে টাকার মালিক রোকেয়া বেগমকে।
(ঢাকাটাইমস/৩নভেম্বর/প্রতিনিধি/ইএস)