পেট্রল ঢেলে পুলিশ পুড়িয়ে মারার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ অক্টোবর, ২০১৫ ১১:৪০:২২

ঢাকা: রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জে এবার পেট্রল ঢেলে পুলিশকে পুড়িয়ে মারার দুঃসাহসিক চেষ্টার চালানো হয়েছে।
আজ শুক্রবার সকালে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে গেলে তাদের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার হুমকি এবং চেষ্টা করে দৃর্বৃত্তরা। এ সময় পুলিশ কৌশলে নিজেদের রক্ষা করে।
পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। তাদের কাছ থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম ঢাকাটাইমসকে জানান, গোয়েন্দা পুলিশ অস্ত্র উদ্ধার অভিযানে গেলে তাদের ওপর হামলা চেষ্টা করা হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে তাদের ওপর আগুন দেয়ার ব্যর্থ চেষ্টা চালা। তবে শেষ পর্যন্ত পুলিশ নিজেদের রক্ষা করতে সক্ষম হয়।
অভিযানে অংশ নেয়া গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর শাহ জামান ঢাকাটাইমসকে বলেন, অভিযানের এক পর্যায়ে আমরা ওই চারজনকে একটি রুমে আটক করি। এ সময় রুমের বাইরে থাকা তাদের সহযোগীরা আমাদেরকে পেট্রল ঢেলে হত্যার হুমকি দেয়। তখন আমরাও পাল্টা হুমকি দিয়ে বলি, পেট্রল ঢাললে তোদের চারজনসহ আমরা মরবো। এই কথায় তারা পিছু হটে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে দারুস সালামে পর্বত সিনেমা হলের সামনে দুর্বত্তদের ছুরিকাঘাতে মারা যান এক পুলিশ কর্মকর্তা। ওই ঘটনার একদিনের মাথায় ঘটলো এই ঘটনা। ১২ ঘটনার ব্যবধানে পুলিশের ওপর পরপর দুটি হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
(ঢাকাটাইমস/২৩অক্টোবর/টিএ/জেবি)