মদপান করিয়ে তরুণীকে গণধর্ষণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ অক্টোবর, ২০১৫ ১৬:০১:৫১
চট্টগ্রাম: ১৮ বছর বয়সী এক তরুণীকে জোর করে মদপান করিয়ে গণধর্ষণ করেছে কয়েকজন দুর্বৃত্ত।
শুক্রবার রাতে চট্টগ্রামের ষোলশহর বন গবেষণাগারের পাহাড়ে এ ঘটনা ঘটে।
আজ শনিবার সকালে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শুক্রবার রাত ১০টার দিকে পূর্ব পরিচিত রাসেল ও সাকী নামে দুই যুবক ওই তরুণীকে ডেকে গবেষণাগারের পাহাড়ের পাশে নিয়ে যায়। সেখানে তারাসহ মোট পাঁচ যুবক তাকে ধর্ষণ করে। এর আগে তাকে জোরপূর্বক মদও পান করানো হয়।
পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপরাধীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি।
(ঢাকাটাইমস/১৭অক্টোবর/জেবি)