মৌলভীবাজার: প্রাইভেটকারে চোরাই গরু পাচার। শুনতে অনেকটা অবাক করার মতো হলেও এমনি অভিনব পন্থায় গরু পাচারের ঘটনা ঘটেছে সিলেটের মৌলভীবাজারে।
শুক্রবার গভীর রাতে এই অভিনব কৌশলে গরু পাচারের সময় তিনটি গরুর বাছুরসহ একটি প্রাইভেট কার আটক করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
সদর উপজেলার একাটুনা ইউনিয়নের সিংকাপন এলাকায় এক অভিযান চালিয়ে এসব আটক করা হয়। এগুলো চুরি করে কোথাও পাচার করা হচ্ছিল বলে জানান অভিযানে নেতৃত্বদানকারী সদর মডেল থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাসুদ রানা
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে গাড়ির গ্লাস ভেঙ্গে বাছুরগুলো বের করে আনা হয়। জব্দ করা প্রাইভেট কার (ঢাকা মেট্টো গ ১১-৮৮৪৯) ও বাছুর গুলো থানায় রয়েছে ।
(ঢাকাটাইমস/১১অক্টোবর/প্রতিনিধি/ইএস)