logo ১৫ মে ২০২৫
তিন ভুয়া ডিবি আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ অক্টোবর, ২০১৫ ১১:৩১:৩১
image

ঢাকা: রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে নারীসহ তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।


গতকাল রবিবার রাত ১২টার দিকে উত্তরার শাহ মকদুম এভেনিউ এর ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাদের আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।


আটক হওয়া তিনজন হলেন আবু বকর সুলতান, জাহিদুর রহমান ও রুমা আক্তার।


উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান জানান, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে নানা প্রতারণা করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ওসি।


(ঢাকাটাইমস/৫অক্টোবর/জেবি)