logo ১৫ মে ২০২৫
মালিবাগে যুবককে কুপিয়ে ছিনতাই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ অক্টোবর, ২০১৫ ১২:৫৯:২৫
image

ঢাকা: রাজধানীর মালিবাগ মোড়ে এক যুবককে কুপিয়ে ১০ হাজার টাকা ও তার সঙ্গে থাকা লাগেজ ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।


আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।


আহত ওই যুবকের নাম মাসুদ পারভেজ (৩৫)। তিনি হাতিরপুল এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক বলে জানা গেছে। 


জানা যায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে মাসুদ চট্টগ্রাম থেকে সোহাগ পরিবহনের বাসে করে মালিবাগ মোড়ে এসে পৌঁছান। বাস থেকে নেমে তিনি হাতিরপুল যাওয়ার জন্য রিকশা ঠিক করছিলেন। এ সময় তিন ছিনতাইকারী এসে তার হাতে কোপ দিয়ে কাছে থাকা ১০ হাজার টাকা ও তার লাগেজটি নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।


 (ঢাকাটাইমস/৩অক্টোবর/জেবি)