রাজধানীতে কলেজছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:০০:২০
ঢাকা: রাজধানীতে আবারও ঘটলো ধর্ষণের ঘটনা। এবার সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণ এবং এর ভিডিও চিত্র ধারণ করেছে কয়েকজন যুবক।
২০ বছর বয়সী ওই কলেজছাত্রী এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন ওই শিক্ষার্থী। ওয়ার্ডে চিকিৎসার পর তাঁকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ওই কলেজছাত্রী একটি হোস্টেলে থাকেন। গতকাল মঙ্গলবার ছুটি শেষে তিনি ঢাকায় আসেন। ছয় মাস আগে তার সঙ্গে আরিফুল ইসলাম সবুজ (৩২) নামের এক ব্যক্তির প্রেম হয়। গতকাল ওই ব্যক্তি মেয়েটিকে কুড়িল এলাকায় নিজ বাসায় নিয়ে বন্ধুদের সহায়তায় তাকে ধর্ষণ করে।
(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/জেবি)